শিরোনাম
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত : বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন ওবায়দুল কাদেরের মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

ভারত-চীনকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০

লাদাখে ভারত-চীন সীমান্তের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিবের এ আহ্বানের কথা জানান তার মুখপাত্র এরিক কানেকো।

সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। আর ভারত দাবি করছে ওই সংঘর্ষে চীনের ৪২ সেনা হতাহত হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমরা ভারত ও চীনের মাঝামাঝি সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তবে এটা ইতিবাচক যে, উভয় দেশ উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে।’

ধারণা করা হচ্ছে, ১৯৭৫ সালের পর ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির এটাই প্রথম ঘটনা। তবে এবার সংঘর্ষে কোনো ভারী আস্ত্র ব্যবহৃত হয়নি। লাঠিসোটা আর শারীরিক সংঘর্ষ প্রাণহানি হয়।

বেশ কদিন ধরে ওই সীমান্তে উত্তেজনা চলছে দুই দেশের মধ্যে। দুই দেশের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিপক্ষের সেনারা সীমান্ত ইতিক্রম করে তাদের ভূমিতে অবস্থান করছে।

এই উত্তেজনার মধ্যে সোমবার সীমান্তে ভারতের এক কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দুজন সেনা নিহত হন। এরপর উত্তেজনা চরমে ওঠে।

সংশ্লিষ্ঠ আরও খবর