ভারতে একদিনে আরও ৪৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৮২১

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা চার লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেল।

এই সময়ে মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ১৩ হাজার ৬৯৯।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯২৫ জন। মোট সুস্থ ২ লাখ ৩৭ হাজার ১৯৬ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

সারা দেশে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মারা গেছেন ৬ হাজার ১৭০। দিল্লিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১৭৫ জনের। গুজরাটে মারা গেছেন এক হাজার ৬৬৩। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৭৫৭), পশ্চিমবঙ্গ (৫৫৫), উত্তরপ্রদেশ (৫৫০), মধ্যপ্রদেশ (৫১৫), রাজস্থান (৩৪৯), তেলঙ্গানা (২১০)।

৩০ জানুয়ারি কেরালে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পর সময় যত গড়িয়েছে ততই দেশের বিভিন্ন প্রান্তে থাবা বসিয়েছে করোনা।

প্রথম থেকেই করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এক লাখ ৩২ হাজার ৭৫ জন করোনা আক্রান্ত। সারা দেশে সংক্রমিতের সংখ্যার চার ভাগের এক ভাগই মহারাষ্ট্রে। এর পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে করোনা আক্রান্ত ৫৯ হাজার ৭৪৬। পাল্লা দিয়ে সংক্রমণ ছড়াচ্ছে তামিলনাড়ুতেও। সেখানে আক্রান্ত ৫৯ হাজার ৩৭৭। গুজরাটে আক্রান্ত ২৭ হাজার ২৬০।

সংশ্লিষ্ঠ আরও খবর