ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সরকার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর : সিটি মেয়র

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সরকার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ইমামরা সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের এ কাজে তাদের জোরালো ভূমিকা পালনের আহবান জানান।

সিটি মেয়র সোমবার সকালে নগরীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘ইপিআই কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফ-এর সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন-খুলনা এ মতবিনিময় সভার আয়োজন করে। ফাউন্ডেশনের পরিচালক শেখ আকরামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) লস্কার তাজুল ইসলাম, খুলনার বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ ও ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার।

সভা পরিচালনা করেন কেসিসি’র সচিব মোঃ আজমুল হক। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, ইউনিসেফ-এর কর্মকর্তা সুফিয়া আকতার প্রমুখ সভায় বক্তৃতা করেন। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ইমামগণ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের মাঝে সনদপত্র বিতরণ করেন। ইসলামিক ফাউন্ডেশন-খুলনার পরিচালক শেখ আকরামুল হক-এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার। অনুষ্ঠানে কেসিসি’র কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা, ইমামগণ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ঠ আরও খবর