আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


বিয়ের আগেই কনের মৃত্যু, শ্যালিকাকে বিয়ে করলেন বর

বিয়ের অনুষ্ঠান চলছে। আর কিছুক্ষণের মধ্যেই হবে মালাবদল, সাত পাকে ঘোরার অনুষ্ঠান।

চারপাশে হাস্যমুখ অতিথিদের সমাবেশ। নতুন জীবন শুরু করতে চলেছেন বর-কনে। সেই সুখের মুহূর্তের উপরে আচমকাই নেমে এল দুর্যোগের অন্ধকার। বিয়ের মঞ্চেই লুটিয়ে পড়লেন কনে। আর উঠলেন না। ডাক্তার এসে পরীক্ষা করে ঘোষণা করলেন মারা গিয়েছেন ওই তরুণী। এরপর ওই মঞ্চেই মৃতা তরুণীর বোনকে বিয়ে করলেন যুবক। উত্তরপ্রদেশের এটাওয়াতে ঘটেছে এই ঘটনাটি।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকাই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন কনে সুরভি। পাশেই দাঁড়িয়েছিলেন বরবেশী মঙ্গেশ কুমার। তিনি ও আশপাশে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান। পরে ডাক্তার এসে জানান, গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সুরভি।

বিয়েবাড়িতে নেমে আসে শোকের ছায়া। সংবাদ সংস্থা এএনআইকে সুরভির দাদা সৌরভ জানিয়েছেন, ‘‘আমরা বুঝে উঠতে পারছিলাম ন‌া এই পরিস্থিতিতে কী করব। দুই পরিবার একসঙ্গে বসেছিলাম। তখনও কেউ পরামর্শ দেয় আমার ছোটবোন নিশার সঙ্গেই বিয়ে হোক মঙ্গেশের। প্রস্তাবে দুই পরিবারই সম্মত হয়।’’ শেষ পর্যন্ত তাই হয়। সুরভির মৃতদেহ একটি ঘরে শুইয়ে রেখে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বরযাত্রীরা চলে গেলে সুরভির দেহ নিয়ে শবযাত্রা বের হয় শ্মশানের উদ্দেশে।

সুরভির কাকা আজব সিং জানিয়েছেন, পরিস্থিতিটা কতটা কঠিন ছিল সকলের জন্য। তাঁর কথায়, ‘‘আমাদের পরিবারের পক্ষে সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল। এক মেয়ের মৃতদেহ একটি ঘরে শুইয়ে রেখে পাশের ঘরে বিয়ে সম্পন্ন হল অন্য মেয়ের। এমন মিশ্র অনুভূতির মুখোমুখি আগে কখনও হইনি। একদিনে সুরভির মৃত্যুর শোক, অন্যদিকে নিশার বিয়ের আনন্দ যেন একসঙ্গে মিলেমিশে গেল।’’


Top