খেলাধুলা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্য নির্বাহী পরিষদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। মঙ্গলবার (১৩ আগস্ট) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে মানববন্দন করে এই দাবি করেন সাবেক ক্রিকেটার, ফুটবলার ও সংগঠকরা।
এ সময় এই দাবির সঙ্গে একাত্মতা জানান অনেক ক্রীড়াপ্রেমী। এ সময় বিসিবির পরিচালকদের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনেরও পদত্যাগ দাবি করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের মিছিল। কেউ নিজ থেকে আবার কেউ চাপে পড়ে সরে যাচ্ছে পদ থেকে। এই ধারাবাহিকতায় বিসিবির কার্যনির্বাহী পর্ষদের পদত্যাগ দাবি করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ আরও অনেকে।
আমিনুল ইসলামের দাবি দলীয় পরিচয়ে নয়, সাবেক ক্রীড়াবিদ হিসেবে মানববন্ধনে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন।’