• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিক বেলালের চাচাতো ভাইয়ের মৃত্যু

admin
প্রকাশিত জুন ৮, ২০২০, ১৬:৫৯ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিক বেলালের চাচাতো ভাইয়ের মৃত্যু
ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদরের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের নাম ফরহাদ হোসেন (৯)। সে সাতক্ষীরা সদর উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ও খড়িবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
ঢাকা টাইমসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসেন জানান, তার চাচাতো ভাই ফরহাদ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইলেক্ট্রিক তার নিয়ে ফ্যানে সংযোগ দেওয়ার সময় একটি তার বুকে লাগে। এতে সে মারাত্মক জখম হলে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।