সাতক্ষীরার পাটকেলঘাটা হারণ অর রশিদ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রধান সুব্রত দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৩ টায় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মহসীন আলী,অধ্যাপক সম আতিয়ার রহমান,ফকির আহমামেদ শাহ,নাজমুল হোসেন,আব্দুস সোবহান,আব্দুল গফুর,আনন্দ মোহন,লক্ষীরানী,শামীমা সুলতানা প্রমুখ।
বিদায অনুষ্ঠানে সুব্রত কুমার দাসকে কলেজের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়।
সুব্রত কুমার বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজে অধ্যাপনা পেশায় ইতিহাস বিভাগে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছর চাকরি জীবনে বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস।
তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামে। চাকুরীর সুবাদে তিনি পাটকেলঘাটায় বসবাস করেন। বিদায় অনুষ্ঠান শেষে তার শেষ ইচ্ছা কলেজ থেকে ঘোড়ায় চড়ে তিনি বাড়িতে গমন করেন।