• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিএল কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ

 রিয়াদ হোসেন:

সরকারি ব্রজলাল কলেজ, খুলনায় তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসের মুক্তি ৭১’ মঞ্চে এ উদ্বোধন ঘোষনা করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান। এ মাসের ৭, ৮ ও ৯ তারিখ তিনদিন ধরে মেলা চলবে কলেজ প্রাঙ্গনে। বিজ্ঞান ভিত্তিক এ মেলায় ১৬ টি স্টল বসেছে। যার মধ্যে কলেজের গণিত, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান বিভাগসহ বেশ কয়েকটি বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টল রয়েছে। জানা গেছে, মেলার প্রথম দিনে স্টল পরিদর্শন, কুইজ প্রতিযোগিতা ও দ্বিতীয় দিনে বিতর্ক প্রতিযোগিতা এবং তৃতীয় দিন অর্থাৎ সমাপনী দিনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় কলেজ প্রাঙ্গনে ৪ ডি মুভি প্রদর্শনী ও মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞান মেলায় ঘুরতে আসা অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমান বলেন, কলেজে প্রথম বারের মতো এবার বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। ছোট ভাইদের নিয়ে মেলায় ঘুরছি। কলেজের বাইরেরও কয়েকটি স্টল এসেছে মেলায়। যা সত্যিই আমাদের ভালো লাগছে। প্রতিবছর এমন আয়োজন করা হবে এ প্রত্যাশা রাখছি। ছোট্ট শিশু তামজিদ আসেন বাবার সাথে মেলায় ঘুরতে। তামজিদ বলেন, বাবার সাথে মেলায় এসে খুব খুশি হয়েছি। অনেক নতুন নতুন প্রযুক্তির ব্যবহার দেখতে পেরে খুবই ভালো লাগছে। কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানান, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে কলেজে বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাবসহ বেশ কয়েকটি সহ-শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। আশা রাখছি নিশ্চয় ছাত্রছাত্রীদের কৌতূহল উদ্দীপক মনকে জাগাতে প্রতিবছর এমন মেলার আয়োজন করবে কতৃপক্ষ। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর- রশিদকে।