আজ || সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


বানভাসী মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ঘর নির্মাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে ঘর নির্মাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট।

রোববার সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ১১২টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, নির্বাহী সদস্য শেখ হারুন-উর-রশিদ ও জোৎ¯œা আরা, উপপরিচালক হায়দার আলী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, যুব রেড ক্রিসেন্টের আশিক মনোয়ার, কামরুল ইসলাম, মিলন হোসেন. শেখ মুছা কাজিম, মনোয়ার হোসেন, মেহরাব হোসেন অপি, মুনতাছিম বিল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ট্রিপল, জারিকেন, স্যানিটাইজার, হাইজিন কিটস, শেল্টার ফিল্টারসহ ঘর নির্মাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


Top