ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে ঘর নির্মাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট।
রোববার সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ১১২টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, নির্বাহী সদস্য শেখ হারুন-উর-রশিদ ও জোৎ¯œা আরা, উপপরিচালক হায়দার আলী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, যুব রেড ক্রিসেন্টের আশিক মনোয়ার, কামরুল ইসলাম, মিলন হোসেন. শেখ মুছা কাজিম, মনোয়ার হোসেন, মেহরাব হোসেন অপি, মুনতাছিম বিল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ট্রিপল, জারিকেন, স্যানিটাইজার, হাইজিন কিটস, শেল্টার ফিল্টারসহ ঘর নির্মাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।