প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘মানুষকে বাঁচার সুযোগ দেওয়ার জন্য আপনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করেন। তা না হলে যে আন্দোলনের মুখোমুখি আপনি হবেন, যা গত ৫২ বছরে কেউ কখনো দেখেননি।’
যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সের নামে পাচার হওয়া অর্থ দেশে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করবেন ইদানীং যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সের নামে পাচার হওয়া অর্থ দেশে আসছে। বিভিন্ন পত্রিকার লিখছেন পাচার পাওয়া অর্থ তারা দেশে ফিরিয়ে আনছেন। কারণ এ সরকারি কর্মকর্তারা যদি তাদের বউ-বাচ্চা নিয়ে সেখানে (আমেরিকায়) না যেতে পারে, তাহলে টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে। যে কারণে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স আসা বেড়ে গেছে। তাও দেখবেন আওয়ামী লীগ কিছুতেই স্বীকার করবে না যে, তারা খারাপ আছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন। তিনি পার্লামেন্টে বলেছিলেন, যুক্তরাষ্ট্র চাইলে বাংলাদেশের ক্ষমতাকে ওলটপালট করতে পারে। অর্থাৎ ৩ মে ভিসানীতি সরকারের নলেজে আসার পরে সরকারের হুঁশ হয়েছে।’
দেশের চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগ সরকারকে ‘মহাবিপদে ফেলে দিতে পারে’ মন্তব্য করে দুদু বলেন, ‘আমরা আপনাকে (শেখ হাসিনা) বিপদে ফেলতে চাই না। আপনারা যেন সম্মানের সহিত প্রস্থান করতে পারেন, মানুষের কাছে ভুল স্বীকার করতে পারেন, সে সুযোগ দিতে চাই।’
ভিসানীতি সম্পর্কে তিনি বলেন, ‘সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্র সরকার একটা ভিসানীতি ঘোষণা করেছে। এ ভিসানীতি সরকারকে পাঠিয়েছিল অনেক আগেই, ৩ মে। এটা সরকার প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের এক মন্ত্রী টুইট করার পর আমরা জানতে পেরেছি। যুক্তরাষ্ট্র সরকার শুধু বাংলাদেশের জন্যই এ নতুন ভিসানীতি তৈরি করেছে।’
প্রশাসন ও পুলিশ বাহিনীকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে সরকার এমন মন্তব্য করে দুদু বলেন, ‘ভোটের ব্যাপারে যদি একটু এদিক-সেদিক হয়, তাহলে তাদের (প্রশাসনের) সন্তানরা যারা নিজের যোগ্যতায় ভিসা পেয়ে সেখানে পড়াশোনা করছেন, সে সন্তানদের দেশে ফেরত আসতে হবে। কারণ তাদের বাবা-মায়েরা সরকারের পক্ষ নিয়ে ভোটের বিপক্ষে দাঁড়িয়েছেন সে জন্য।’