চিংড়ি চাষিদের প্রয়োজনীয় সেবা দিতে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক চালু করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের চত্বরে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এফ এম শফিকুজ্জোহা।
পরে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের মিজানুর রহমান ও হারিদুল ইসলামের মাছের ঘেরে গিয়ে পানির গুণাগুণ ও মাছের স্বাস্থ্য পরীক্ষা করেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। এ সময় ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিককের টিম লিডার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, সাবরিনা খাতুন, শরিফুল ইসলাম, মোল্লা এন এস মামুন সিদ্দিকিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
যেসব চাষি গবেষণা কেন্দ্রে আসতে পারবেন না তারা নিজের খামারে বসেই সেবা নিতে পারবেন। সেবা পেতে ০১৭১৫-১৪৪৫০৭, ০১৭১১-৪৫০৫০০, ০১৬১৭-৮৯০৫৭১ নাম্বারে কল করতে হবে। সমস্যার কথা জানালে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকের সদস্যরা মাছের ঘেরে গিয়ে প্রয়োজনীয় সেবা দেবেন।
বাগেরহাটে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক চালু হওয়ায় খুশি চিংড়ি চাষিরা। মিজানুর রহমান ও হারিদুল ইসলাম বলেন, ‘মাছ চাষই আমাদের জীবিকার প্রধান উপায়। কয়েক বছর ধরে মাছে রোগবালাই লেগেই আছে। মাছের রোগ হলে উপজেলা সদরে, অনেক সময় জেলা সদরেও যেতে হতো। তাতে অনেক টাকা ও সময় ব্যয় হতো। করোনা কারণে মৎস্য গবেষণা কেন্দ্র বা উপজেলা ও জেলা মৎস্য অফিসে যাওয়াও ঝুঁকিপূর্ণ। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক চালু হওয়ায় আমরা আশার আলো দেখছি। আজ ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকের বিজ্ঞানীরা আমাদের ঘেরে এসে পানির গুণাগুণ ও মাছের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজনীয় পরামর্শ দেন। আমাদের খুব ভালো লেগেছে। সারা বছর ধরে এ ক্লিনিক থাকলে চাষিরা উপকৃত হবেন।’
ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকের টিম লিডার এইচ এম রাকিবুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে অনেকে মৎস্য গবেষণা কেন্দ্রে যেতে পারেন না। তাই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। এখন চাষিরা বাড়িতে বসেই সেবা পাবেন। যারা সেবা পেতে আগ্রহী তারা যদি আমাদের নাম্বারে ফোন দেন, আমরা তার ঘেরে চলে যাব এবং প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেব।’বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকরতা ড. এ এফ এম শফিকুজ্জোহা বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমরা চাষিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক চালু করেছি।
সাত সদস্যের এই টিম মাছের ঘেরে গিয়ে সেবা দেবে। চাষিদের করণীয় সম্পর্কে জানাবেন আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তারা। বছরব্যাপী এ কার্যক্রম চলবে। এতে চাষিরা উপকৃত হবেন।’