আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


ফেনীতে বানভাসিদের দুর্বিষহ জীবন, গ্রাম ছেড়ে কেউ কেউ যাচ্ছেন শহরে

ফেনীতে বানভাসিদের এখন দুর্বিষহ জীবন। বাড়িঘরে পানি ওঠায় অনেকেই গ্রাম ছেড়ে যাচ্ছেন শহরে। কেউ-বা আবার স্বজনদের সন্ধানে ছুটছেন গ্রামে। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মিলছে না খোঁজ। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার।

এই জেলার সবখানেই এখন বানের জল। বসতবাড়ি-সড়ক, ডুবেছে সবই। গ্রামে-গ্রামে খাবার সংকট। স্থবির জীবনযাত্রা। পরিবার-পরিজন নিয়ে শহরমুখী অনেকে। কেউ আবার স্বজনদের সন্ধানে যাচ্ছেন গ্রামে। এ যেন এক দুর্বিষহ জীবন।

শহরে ছুটলেও নেই স্বস্তি। বন্যার আঘাত সব এলোমেলো করে দিয়েছে। যেমন বলা যায়, সদরের নতুন বাজার এলাকার মোল্লা বাড়ি। আধুনিক জীবনযাপনের সব ব্যবস্থাই রয়েছে বাড়িটিতে। পরিবারটি পরিচিত দানশীল হিসেবে। এখন তারা-ও ত্রাণের অপেক্ষায়।

শহরের স্বচ্ছল আরও অনেক পরিবারের একই অবস্থা। বাড়িঘর ছেড়ে তাদের আশ্রয়স্থল এখন শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনে। থাকছেন বানভাসী অন্যদের সাথে।

দুর্গত এলাকাগুলোতে এখন বড় সংকট খাবারের। দিন কাটছে মুড়ি ও বিস্কুটের মতো শুকনো খাবার খেয়ে।


Top