শিরোনাম
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত : বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন ওবায়দুল কাদেরের মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০

বান্দরবানে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে মংহ্লা ওয়াই মারমা (২৬) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মংহ্লা ওয়াই মারমা একই গ্রামের বাসিন্দা চসা ওয়াই মারমার ছেলে।

এদিকে এ ঘটনায় পুলিশ সাফাই অং মারমাকে আটক করেছে। তিনি লামার পাড়া গ্রামের মংহ্লাছা মারমার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার লামারপাড়ার মাঠে স্থানীয় যুবকরা ফুটবল খেলছিলেন। বিকালে হঠাৎ করে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় মাঠে ফুটবল খেলতে চেয়েছিলেন যুবক মংহ্লা ওয়াই মারমা।

তবে গ্রামের যুবক চসামং মারমা তাকে খেলায় নিতে অপারগতা প্রকাশ করেন। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার পর খেলা শেষে সবাই বাড়িতে ফিরে যান। কিন্তু নেশাগ্রস্ত যুবকটি লাঠি নিয়ে সন্ধ্যায় আবারো খেলতে বাধা দেয়া যুবকের বাড়িতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন।

দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নেশাগ্রস্ত মংহ্লা ওয়াই মারমার হাতের লাঠিটি ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করেন সাফাই অং মারমা। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মংহ্লা ওয়াই মারমার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি থানা ওসি মো. আনোয়ার হোসেন জানান, শনিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

লাঠি দিয়ে আঘাত করা যুবককেও আটক করা হয়েছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ঠ আরও খবর