ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বর্বর বিমান ও রকেট হামলা এবং নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে পর্তুগালের স্থানীয় সংগঠন জেনারেল কনফেডারেশন অফ পর্তুগিজ ওয়ার্কার এবং পর্তুগিজ কাউন্সিল ফর পিস অ্যান্ড কো-অপারেশনের আহ্বানে ফিলিস্তিনের পক্ষে এক গণ বিক্ষোভ এর আয়োজন করে।
মানবতার প্রশ্নে দেশ জাতি ধর্ম নির্বিশেষে পর্তুগালের রাজধানী লিসবনের মার্টিম মনিজ এবং পোর্তো প্রাসা দা প্যালেস্টাইনা (রুয়া ফার্নান্দিস টোমস) নামক দুটি স্থানে এই গণ বিক্ষোভ সমাবেশে হাজারও মানুষ জড়ো হন। শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি আগ্রাসন বন্ধসহ আন্তর্জাতিক আদালতে তাদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের প্রতি সমর্থন জানান। এবং ইসরাইলের বিরোদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন ধরনের প্লে কার্ড প্রদর্শন করেন।