আজ ১এপ্রিল। মহান মুক্তিযুদ্ধকালীন তৎকালীন তালা থানা মুজিব বাহিনীর কমান্ডার, বিশিষ্ট প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোড়ল আব্দুস সালামের ৭২তম জন্ম বার্ষিকী। প্রয়াত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ১৯৪৮ সালে ১ এপ্রিল সাতক্ষীরা তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ রাজনীতিতে সক্রিয় অংশ নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
তিনি ২০১১ সালের ৫ জুলাই বেলা পৌনে ৩টায় আকর্ষ্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কপিলমুনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)কেন্দ্রীয় সহ-সভাপতি ও সমাজ পরিবর্তনের অঙ্গীকারে প্রগতিশীল রাজনীতির সহিত সম্পৃক্ত ছিলেন।