শিরোনাম
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত : বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন ওবায়দুল কাদেরের মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

প্রয়াত ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর করোনা পজিটিভ পাওয়া গেছে

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০

প্রয়াত ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর করোনা ভাইরাস টেস্টে পজিটিভ এসেছে। শনিবার (১৩ জুন) দিনগত রাতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ রোববার (১৪ জুন) সকালে পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন. স্যারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শুনেছি ৷

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীকে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ দাফন করা হবে বলেও আনোয়ার হোসেন জানান। সকাল ১১টার দিকে তার মরদেহ নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রথম মন্ত্রিসভার সদস্য যিনি প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

এর আগে শনিবারই মৃত্যুবরণ করেন করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম ৷ তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হয়। তবে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। এর কারণে কয়েকদিন ডিপ কোমায় থাকার পরে তিনি মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ঠ আরও খবর