আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


প্রধানমন্ত্রী গরীব-দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন : সিটি মেয়র

খুলনা চিত্র ডেস্ক: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করণের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন। অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ সকল মহতী কাজের জন্য তাঁকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করা হয়।

সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত “প্রকল্পের উত্তম অনুশীলনে অর্জিত জ্ঞান অবহিতকরণ” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি সহযোগিতায় এবং অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে প্রকল্পটি খুলনা মহানগরীতে পরিচালিত হচ্ছে।

সিটি মেয়র আরো বলেন, দরিদ্র বান্ধব এ প্রকল্পের আওতায় মহানগরীর বস্তিবাসীসহ স্বল্প আয়ের শত শত পরিবারকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য এবং তাদের সন্তানদের লেখা-পড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা কাজে লাগিয়ে অনেক পরিবার নিজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে বলে সিটি মেযর উলে­খ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন আহম্মেদ ও এড. মেমরী সুফিয়া রহমান শুনু। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের ফোকাল পারসন ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার এবং সঞ্চালনা করেন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা। কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, ফেডারেশন ও ক্লাস্টার নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


Top