আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


প্রজাপতি //গাজী মোমিন উদ্দীন//

প্রজাপতি
গাজী মোমিন উদ্দীন

প্রজাপতির সাথে দেখা
কত কথা বলল,
উড়ে উড়ে সেও আমার
কত কথায় শুনলো।

উড়ে উড়ে বেড়াতে নাকি
তার ভাল লাগে,
মানুষের কাছে তার আসতে
ভীষণ ইচ্ছে জাগে।

সেই সব কথা সে বলল
আমার কানে কানে,
আরও বলল ভীষণ করে
অনেক দুঃখ তার মনে।

স্বাধীনভাবে উড়তে গিয়েও তার
রয়েছে অনেক বাঁধা,
এসব নাকি মানতে হয়েছে
মেনেছে তার বাপ দাদা।

সুযোগ পেলেই তাকে ধরতে
কতজন নাকি দেয় হানা,
ভীষণ কষ্ট হলেও তাদের
বাঁচার জন্য ভীষণ কামনা।

ফুলের উপরে বসে তারা
আনন্দ পায় মেলা,
এখানে তাদের শৈশব আর
সেখানে সারাদিন খেলা।

ঝড় বাদল আর অনেক রোদে
ওরা অনেক কষ্ট পায়,
তবুও থাকে জীবন ভরে
তৃপ্তি আর ভালবাসার মোহনায়।

এটাই তাদের বাড়িঘর আর
জীবনের পুরোটা সময়,
প্রকৃতি তাদের আগলে রাখে
মানুষ ধরে মজা পায়।

ভালবাসার প্রতিক ওরা যে
ভালবাসা পেতে চায়,
এস সবাই প্রজাপতির কানে
সেই কথা বলে যাই।

এমনিভাবে প্রকৃতির যতপ্রাণ
বেসে যাই আমরা ভালো,
দুনিয়ার সব কালোর মধ্যে
খুঁজে বেড়াই জীবনের আলো।।


Top