পৃথিবীর কোনো শক্তি ভারত-নেপাল সম্পর্ক ভাঙতে পারবে না: রাজনাথ

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নেপালের সঙ্গে তাদের সম্পর্ক অনেকটা পরিবারের মতো। আলোচনার মাধ্যমেই দুদেশের ভুল বোঝাবুঝি দূর করবে দিল্লি।

সোমবার উত্তরাখণ্ডে এক ভার্চুয়াল র‌্যালিতে অংশ নিয়ে রাজনাথ এ কথা বলেন। রাজনাথের ভাষ্য– দুই দেশের মধ্যে ‘রুটি আর বেটি’র যে বাঁধন রয়েছে, পৃথিবীর কোনো শক্তি তা ভেঙে দিতে পারবে না।

রাজনাথ বলেন, আমাদের সম্পর্ক শুধু ঐতিহাসিক বা সাংস্কৃতিকই নয়, আমাদের মধ্যে আধ্যাত্মিক সম্পর্কও রয়েছে, এটি ভারত কিছুতেই ভুলবে না।

ভারতের তৈরি করা সড়ক নিয়ে নেপালবাসীর মনে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, তা হলে আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে বলে জানান রাজনাথ। তার দাবি, দুই দেশের মধ্যে কোনো তিক্ততা নেই। দুদেশের সম্পর্ক কিছুতেই ভাঙবে না।

শনিবার নেপাল সংসদের নিম্নকক্ষে পাশ হয়েছে তাদের মানচিত্র বদল সংশ্লিষ্ট সংবিধান সংশোধনী বিল। সেই নতুন মানচিত্রে লিপুলেখ, কালাপানি, লিম্পিয়াধুরার মত ‘ভারতের দাবি করা ভূখণ্ড’কে নিজেদের অংশ বলে দেখিয়েছে নেপাল।

ভারতের দাবি, নেপালের এ সিদ্ধান্ত ‘অদূরদর্শী ও আত্মকেন্দ্রিক’। যে দ্রুততায় নেপাল নিম্নকক্ষে বিলটি পাসের পর তা উচ্চকক্ষে পাঠিয়েছে, তার নিন্দা করে দিল্লির বক্তব্য– সীমান্ত বদলের ক্ষেত্রে কোনো ঐতিহাসিক তথ্যপ্রমাণ নেপালের কাছে নেই।

সংশ্লিষ্ঠ আরও খবর