আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


পূর্ব শত্রুতার জেরে শার্শায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

যশোরের শার্শায় গরু বেচা কেনা নিয়ে পূর্ব শত্র“তার জেরে মুসা (৩০) নামে এক যুবককে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে এলাকার অস্ত্র ও মাদককারবারিরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইপো রাসেল (২০)। দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত মুসার অবস্থার অবনতিতে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরে সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে রাতেই শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার হরিনাপোতা বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রানা মুসা হরিণাপোতা গ্রামের আতাউর হকের ছেলে ও তার ভাইপো আহত রাসেল ইসহাকের ছেলে। নিহত যুবকের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু বেচা কেনা নিয়ে মুসার সাথে ৬/৭ মাসে আগে থেকে মান্দারতলা এলাকার অস্ত্র ও মাদককারবারি সিন্ডিকেটের ওহাবের ছেলে রফিকুল, নান্নুর ছেলে মিলন ও শান্টুর ছেলে সুমনের দ্ব›দ্ব চলছিলো। ঘটনার দিন বিকেল ৫টার দিকে মুসা ও ভাইপো রাসেল চা খাওয়ার জন্য হরিণাপোতা বাজার মোড়ে যায়। এসময় রফিকুল, মিলন ও সুমনসহ আরো একদল সন্ত্রাসী অতর্কিতভাবে মুসাকে উপর্যুপরি কোপাতে শুরু করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাইপো রাসেল আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভাইপো রাসেলকে ভর্তি রাখে এবং মুসার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন যশোরের চিকিৎসাকরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, গরু বেচা কেনা নিয়ে পূর্ব শত্র“তার জেরে আহত চাচা ও ভাইপোর মধ্যে মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভাইপো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে এবং এ হত্যাকান্ডে জড়িত আসামিদের আটক করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।


Top