শিরোনাম
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত : বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন ওবায়দুল কাদেরের মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

পুলিশের বিরুদ্ধে হয়রানী ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

তালা থানার এক এসআইয়ের বিরুদ্ধে হয়রানী, হুমকি, সম্পত্তি বেদখল করা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ তুলেছেন তালা উপজেলার মোঃ আব্দুল লতিফ নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। হয়রানীর অভিযোগ তুলে ধরে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার ক্রয় করা সম্পত্তির ভুয়া মালিক দাবিদার তালা উপজেলার ইসহাক আলী মোড়লের পক্ষ নিয়ে তালা থানার এসআই মেহেদী হাসান তার পরিবারের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। উক্ত জমি নিয়ে তার প্রতিপক্ষের সাথে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করা রয়েছে। যা এখনও বিচারাধীন। জমিটিতে ১৪২৬ সাল পর্যন্ত খাজনাও পরিশোধ করেছেন তিনি। গত ৭ জুন নিজ জমিতে তার ছেলে নূর হোসেন কাজ করতে গেলে এসআই মেহেদী হাসানসহ প্রতিপক্ষের লোকজন তাদের বাধা দেয়। এসময় এসআই মেহেদী তাকেসহ তার ছেলে ক্রিকেটার ইমরানকে গালাগালি করে এবং ছোট ছেলে নূর হোসেনকে আটক করে নিয়ে যায়। যদিও পরে থানার ওসি তাকে ছেড়ে দেয়। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। উক্ত জমি নিয়ে প্রতিপক্ষ গ্রুপটি এসআই মেহেদীকে দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি এর প্রতিকার দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে তালা থানার এসআই মেহেদী হাসান বলেন,‘আমি কাউকে গালাগালি দেইনি। কেউ যেন বিরোধে না জড়ায় সেটি তদারকি করেছি মাত্র।’

সংশ্লিষ্ঠ আরও খবর