শাহিন বিশ্বাষ পাটকেলঘাটা প্রতিনিধি॥
পাটকেলঘাটায় সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা ও বাঁধন শপিং সেন্টারের ফুড প্যালেসে মেয়াদ উর্ত্তীন্ন ও রান্না করা বাঁসি খাবার সহ মানব দেহের জন্য ক্ষতিকারক রং ধ্বংস করা হয়।
সোমবার দুপুর ১টায় পাটকেলঘাটা বাজারে ভোক্তা অধিকার সাতক্ষীরা জেলা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান অভিযান পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করে। কৃষি ভান্ডারকে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ২ হাজার ও দীপা ইলেকট্রিককে অতিরিক্ত মূল্য গ্রহন করার দ্বায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে দুপুর ২টায় বাঁধন ফুড প্যালেসে মেয়াদ উর্ত্তীন্ন ও রান্না করা বাঁসি খাবার সহ মানব দেহের জন্য ক্ষতিকারক রং ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মোঃ আব্দুল মতিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।