পাকিস্তানের ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি।
সোমবার সকালে সরকারি কাজে দফতরের বাইরে বেরিয়ে তারা নিখোঁজ হন বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা।
নিখোঁজ দুজনই সিআইএসএফ-এর কর্মীর। তারা দুজনেই গাড়িচালক।
এ খবরে উদ্বিগ্ন নয়াদিল্লি। ঘটনাটি নিয়ে পাক প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
কয়েক দিন আগেই পাক দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত। তার পরই পাকিস্তানের মাটিতে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন সূত্রের বরাতে খবরে বলা হয়, এদিন সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কাজে কোনো একটি গন্তব্যে পৌঁছনোর কথা ছিল সিআইএসএফ-এর ওই দুই কর্মীর। নির্ধারিত সময়ের পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও তাদের সন্ধান মেলেনি। সকাল ৮টা থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ওই দুই কর্মীর নিখোঁজ হওয়ার খবর জানিয়ে টুইট করে ডিডি নিউজ। তাতে বলা হয়েছে, বিষয়টি ইসলামাবাদকে জানানো হয়েছে।
দিন কয়েক আগেই ভারতে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে নয়াদিল্লির পাক দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছিল। পাক দূতাবাসের ওই দুই কর্মী ভিসা বিভাগে কাজ করতেন।
একই সঙ্গে পাক দূতাবাসের ওই দুই কর্মীর দুই গাড়িচালককেও বহিষ্কার করা হয়। ভারতের অভিযোগ, চর চক্রে জড়িত ছিল ওই দুজনও।