পাইকগাছা সরকারি কলেজের নতুন সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্ভোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রমেন্দ্র নাথ সরকার, সহকারি অধ্যাপক শহীদুল ইসলাম, প্রভাষক জিএমএ রাজ্জাক ও সাংবাদিক এন ইসলাম সাগর। উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার মাধ্যমে অত্র কলেজের ২১৭ মিটার সীমানা প্রাচীর নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।