পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবার এতিমখানার শিক্ষক ও এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে এলাকার বিভিন্ন স্থান থেকে আসা এতিম খানার শিক্ষক ও এতিম শিশুদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী, খেজুর, শিশুখাদ্য ও মাস্ক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।