আজ || সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


পাইকগাছায় মা’কে পিটিয়ে জখম : গুনধর ছেলে আটক

খুলনার পাইকগাছায়  বৃদ্ধ মাকে পিটিয়ে জখম করেছে গুনধর ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল ১০টায় উপজেলার হরিদাশকাটি গ্রামে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।

অভিযোগে জানা যায়,  রবিবার সকাল ১০টায় উপজেলার হরিদাশকাটি গ্রামের ছহিলউদ্দীন গাজীর বড় ছেলে সাইফুল গাজী পরিবারের বিভিন্ন বিষয় ও জমি-জমির ভাগ-বাটোয়ারা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সাইফুলের মা মনোয়ারা বেগম গালিগালাজ করতে নিষেধ করলে আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে মাকে পিটিয়ে জখম করে। পরবর্তীতে ছেলে সাইফুল বহিরাগত বখাটে ধরনের কিছু লোকজন নিয়ে মাকে মেরে ফেলবে বলে হুমকি-ধামকি প্রদান করে।   এ সময় পুলিশকে সংবাদ দিলে পুলিশের এস,আই তাকবির হোসেন ঘটনাস্থল থেকে সাইফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওসি এজাজ শফী জানিয়েছেন, আমার পুলিশের সামনে বখাটে ছেলেদের নিয়ে মহড়াকালে এস,আই তাকবির তাকে গ্রেপ্তার করে এবং ১৫১ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।


Top