• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় দু’জন করোনা আক্রান্ত; সংখ্যা ৪

admin
প্রকাশিত জুন ১১, ২০২০, ২৩:০৬ অপরাহ্ণ
পাইকগাছায় দু’জন করোনা আক্রান্ত; সংখ্যা ৪

রাম প্রসাদ সেনের বাড়ী লক ডাউন ঘোষনা

পাইকগাছার কপিলমুনিতে আরো দুই জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে পাইকগাছায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, কপিলমুনির তপন পাল করোনা আক্রান্ত হলে তার স্ত্রী সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে তপন পালের স্ত্রী তৃপ্তি রানী পাল (৩৬) ও কাশিমনগর গ্রামের সন্তোষ চন্দ্র সেনের ছেলে রামপ্রসাদ সেন (৫৫) এর কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
তিনি বলেন, তপন পালের মাধ্যমে তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছে বলে ধারণা করছি। অপরদিকে রামপ্রসাদ সেন সাতক্ষীরার একটি প্লাস্টিকের কোম্পানিতে কাজ করতো। অসুস্থ্য হলে এক সপ্তাহ আগে সে বাড়ী আসে। এরপর কেশবপুরে শ্বশুরবাড়ীতে চিকিৎসার জন্য যায়। সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান। করোনা আক্রান্ত রাম প্রসাদের বাড়ী লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউএনও জুলিয়া সুকায়না।