পাইকগাছার লতা ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে লতা ইউনিয়নের ৩২ পরিবারের মাঝে ট্যাংক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন মন্ডল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, রতন কুমার দাশ, ঠিকাদার এসএম রফিকুল ইসলাম, ও মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য স.ম আব্দুল বারিক, কৃষ্ণ রায়, আলমগীর খলিফা, সেবানন্দ রায়, আজিজুল বিশ্বাস, প্রদীপ মহলদার, বিশ্বজিৎ শীল, সুষমা রাণী রায়, কাদম্বীনি মন্ডল ও সচিব জাবেদ ইকবাল। স্থানীয় সরকার অধিদপ্তরের মাধ্যমে এডিবির অর্থায়নে উপজেলার লতা ইউনিয়নের ৩২ দরিদ্র পরিবারের সুপেয় পানি নিশ্চত করার লক্ষ্যে ১ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন এসব পানির ট্যাংক বিতরণ করা হয়।