আজ || সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


নিখোঁজের ৮ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার, দুলাভাই গ্রেফতার

: রংপুরে নিখোঁজের আট দিন পর ধানক্ষেত থেকে রুবেল হোসেন (১৫) নামে এক মাদরাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের দুলাভাই ও দুলাভাইয়ের বন্ধুকে। নিহত রুবেল ওই এলাকার ভোট কলোনি, তালতলার বেল্লাল হোসেনের ছেলে।

সোমবার ( ১০ জুন) রাত ১০টার দিকে রংপুরের পীরগাছার  বড়দরগা ছোট কল্যানী মোদকপাড়ার খোকন চন্দ্র মহন্তের ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ‍পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের সহকারি পুলিশ কমিশনার (মিডিয়া) উৎপল কুমার রায়। তিনি জানান, গত ২ জুন বড়দরগা বাজার এলাকার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ক্লাস করতে গিয়ে নিখোঁজ হয় রুবেল। নিখোঁজের পরদিন রুবেলের ফোন থেকে তার বাবার ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে। মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন রুবেলের মামা আমিরুল ইসলাম। পরবর্তীতে বেল্লাল গত ৬ জুন বাদি হয়ে মাহিগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,  এ ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে রুবেলের দুলাভাই হাসান আলী আপেল (২৫)  ও তার বন্ধু  সোহাগ চন্দ্র মোহন্তকে (২৪) গ্রেফতার করা হয়। পরবর্তীতে, সোমবার রাতে গ্রেফতারকৃতদের দেখিয়ে দেয়া ধানক্ষেত থেকে রুবেলের মরদেহটি উদ্ধার করে থানায় আনে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কেন তাকে অপহরণ ও হত্যা করলো বিষয়টি তদন্ত চলছে বলেও জানান তিনি।

ছেলের খুনের বিষয়ে রুবেলের বাবা বেল্লাল হোসেন জানান, যারা তার ছেলেকে হত্যা করেছে তিনি তাদের ফাঁসি চান।


Top