নাশকতার অভিযোগে আটক জামায়াতের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

নাশকতার অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামীর ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। এর আগে তাদের আটক করে পুলিশ। পরে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম।

মফিজুল আলম বলেন, সকালে যাত্রাবাড়ী থানা সংলগ্ন বউবাজার কাজলা এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান। ককটেল বিস্ফোরণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।

ওসি আরও বলেন, পরে বিকেলে আটক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা করে। মামলায় আটক জামায়াতের ৪৬ নেতাকর্মীর নামোল্লেখ করে ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ঠ আরও খবর