চলচ্চিত্র নির্মাতা ওয়াজেদ আলী সুমন নির্মাণ করতে যাচ্ছেন ‘ব্লাড’ নামের একটি সিনেমা। এই ছবিতে অভিনয়ের জন্য আগেই চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর এবার যুক্ত হলেন চিত্রনায়ক ইমন।
নায়ক ইমন ছবিটি নিয়ে বলেন, ‘ব্লাড’ সিনেমায় কাজ করতে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যায় এফডিসিতে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার নাম ঘোষণা করা হবে। তাই এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।
প্রাথমিকভাবে এ ছবির নাম ‘ব্লাড’ রাখা হলেও পরিবর্তনও হতে পারে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে মাহিকে নায়িকা ও খলনায়িকার দ্বৈত চরিত্রে দেখা যাবে।
এ ছবির বাইরে চিত্রনায়ক ইমন বর্তমানে ‘আকবর’ সিনেমারও কাজ করছেন। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে তার নায়িকা ববি।