আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


নগরীর দেয়ানায় বাবা হত্যার অভিযোগে মেয়ে গ্রেপ্তার

খবর প্রতিবেদন: খুলনায় স্বামী হত্যার অভিযোগ তুলে নিজের ছোট মেয়েসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা ফারজানা আফরিন (৪১)। মামলার আসামী বাদীর নিজের ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির (১৬)। সুমাইয়া নগরীর দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার এলাকার শেখ হুমায়ুন কবিরের মেয়ে।

সোমবার (১৫ জুলাই) নগরীর দৌলতপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

বাদী ফারজানা আরফিন মামলার এজাহারে তার স্বামী শেখ হুমায়ুন কবিরকে ছোট মেয়ে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। মেয়ে সুমাইয়া এ ঘটনা তাদের কাছে স্বীকার করেছে বলে তিনি দাবি করেছেন।

ফারজানা আরফিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ৩ জুলাই রাত ১০টা থেকে পরদিন সকাল (০৪ জুলাই) এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বাবা মেয়েকে শাসন করতো-তাই রাগের বশবতী হয়ে রাতের খাবার ও পানির সঙ্গে ওষুধ মিশিয়ে সুমাইয়া বাবা হুমায়ুন কবিরকে অজ্ঞাতনামা ২/৩ জন মিলে হত্যা করেছে। তার (স্বামী) বাম হাতের বাহুতে দুটি ছিদ্র ও হাতে রক্ত ছিল বলেও তিনি দাবি করেন।

তিনি স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য স্বামীর লাশ কবর থেকে উত্তোলন ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীব বিশ্বাস বলেন, শেখ হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।এ ঘটনায় পুলিশ বাবার হত্যাকারী অভিযোগে মেয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে সুমাইয়া বাবা হত্যার ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


Top