নগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোলার মোড় এলাকা থেকে পুলিশ কনস্টেবল সুভেন্দু দাসের মায়ের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। সুভেন্দু নগরীর সোনাডাঙ্গা থানার ওসি’র বডিগার্ড।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আল মামুন জানান, সুভেন্দু’র মা অনিমা দাস তার ৮ বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন ফরিদ মোলার মোড়ের খান মঞ্জিলে। সকালে সুভেন্দুকে তার বোন ফোন করে জানায় যে তার মা ফোন রিসিভ করছে না। এরপর তিনি ওই বাড়িতে গিয়ে মায়ের লাশ দেখতে পান। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তিনি জানান, বিছানার উপর পড়ে থাকা মরদেহের নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া তার গলা ও কানের স্বর্ণালঙ্কার এবং আলমারিতে থাকা গহনা নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।