নগরীতে ডাকাতির টাকা, স্বর্ণালঙ্কার ও অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২০

নগরীর খানজাহান আলী থানা পুলিশের অভিযানে ডাকাতির টাকা, স্বর্নালঙ্কার ও অস্ত্রসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার এঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো যোগীপোল ০৭নং ওয়ার্ডের মোঃ সুলতান সরদারের ছেলে মোঃ রাজীব হোসেন (২৪), মহেশ্বরপাশা পুরাতন মাইল পোস্ট এলাকার জয়নাল আকনের ছেলে মোঃ ইউসুফ আকন (৩৬), ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ীর পাশে (আনিচ মোল্লার বাড়ীর ভাড়াটিয়া) মুরাদ শেখের ছেলে মোঃ রুবেল শেখ (১৯) ও মোঃ রাসেল শেখ (২৩)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র কানাই লাল সরকার জানান, খানজাহান আলী থানাধীন যোগীপোল ব্যবসায়ী মোঃ আজিজুর রহমান পল্টুর তৃতীয়তলাস্থ ভবনের দ্বিতীয় তলায় ডাকাতরা প্রবেশ করে। এসময় তারা বাড়ির লোকজনকে রাম দা ও চাকুর ভয় দেখিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৪জন ডাকাতকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে ২২ ইঞ্চি লম্বা রাম দা, ১১ ইঞ্চি লম্বা সেলাই রেঞ্জ ও ১০ ইঞ্জি লম্বা ধারালো চাকু ১৮হাজার ৮৮০ টাকা ও ১ ভরি ৩ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করে। এঘটনায় খানজাহান আলী থানা মামলা দায়ের হয়েছে নং-০১ । এ ঘটনায় বাকি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ঠ আরও খবর