খুলনা চিত্র ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, হাজারো তাজা প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যদিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। জনতা বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর সোনালী ব্যাংক চত্বরে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে ছাত্র-জনতার বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বিশ^ নতুন বিজয় দেখেছে। হাসিনাকে পদত্যাগে বাধ্য করার মধ্যদিয়ে দেশের জনগণ গণতন্ত্র, তাঁদের ভোটের অধিকারের পথ সুগম করেছে। সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে বিএনপি ও অঙ্গ দলের নেতা-কর্মীদের প্রতি আহŸান জানিয়ে বলেন, ছাত্র-জনতার বিজয় নস্যাতে আওয়ামী লীগ চক্রান্ত করছে।
মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, ফকরুল আলম, হাফিজুর রহমান মনি, সাহিনুল ইসলাম পাখি, কেএম হুমায়ন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, নাজির উদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, এড. মোঃ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোলা ফরিদ আহমেদ, আনসার আলী, নাজমুল হুদা চৌধুরী সাগর, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন ও আজিজা খানম এলিজা প্রমুখ।
আজ ৭ আগস্ট বুধবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে ছাত্র-জনতার বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে।