খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মহাপরিকল্পনাধীন এলাকায় অগতকাল সোমবার সকাল ১০টায় খুলনা সদর থানার বানিয়াখামার মৌজাধীন কেডিএ নিরালা আবাসিক এলাকার ১ নং সড়ক এ ’কেডিএ থ্রী লিংক রোড’ প্রকল্পের নিরালা দিঘীর পাড় সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা সমূহ (সেমিপাকা দোকান ঘর ২০টি) উচ্ছেদ করা হয়। নিরালা আ/এ প্লট নং-৩৫৫ এর পিছনে খালের জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণাধীন একতলা ভবনের দেওয়ালগুলো ভেঙ্গে অপসারণ করা হয় এবং ছাদসহ ভবনের অবশিষ্ট অংশ অপসারণ করে নেওয়ার জন্য ভবন মালিককে ১৫ দিন সময় প্রদান করা হয়।
এছাড়া উক্ত প্লটের ৯তলা ভবনটির পিছন দিকের খেলাপী অংশ লাল রং দ্বারা চিহ্নিত করে তা অপসারণের জন্য সময় প্রদান করা হয়। অন্যথায় কেডিএ কর্তৃক পুনরায় অভিযান পরিচালনার মাধ্যমে অপসারণ করা হবে। এ সময় কেডিএ’র স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), শবনম সাবা ও অথরাইজড অফিসার, জি এম মাসুদুর রহমান উক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। তাছাড়া কেডিএ’র বৈষয়িক অফিসার এম কে সাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প), মোরতোজা আল মামুন, পরিকল্পনা অফিসার, তানভীর আহমেদ ও ইমারত পরিদর্শকগণসহ বিভিন্ন স্তরের কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন।