উল্লেখ্য, গত ২০ মে সুপার সাইক্লোন আম্পানের আঘাতে উপজেলার দেলুটি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২০, ২০/১ ও ২২নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ও উপচে প্রায় ১৬টি গ্রাম প্লাবিত হয়। আশ্রয়হীন হয় হাজার হাজার মানুষ। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের তত্বাবধায়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে টানা এক সপ্তাহ কাজ করে ২৮ মে বিকল্প বেড়িবাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করলেও এক সপ্তাহ যেতে না যেতেই ৫ মে প্রবল পানির স্রোতে গেওয়াবুনিয়ার উত্তরপাড়া থেকে বিকল্প বেড়িবাঁধ ভেঙ্গে ফের গেওয়াবুনিয়া, পারমধুখালী, চকরীবকরী ও দিঘলিয়া গ্রামের আংশিক এলাকা প্লাবিত হয়।