দৈনিক পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মদ আলী সনিকে প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দেওয়ায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার সন্ধ্যা ৭টায় পূর্বাঞ্চল সেন্টারে সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল’র নির্বাহী সম্পাদক আহমেদ আলী খান, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসান, সহ-সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সম্পাদক যথাক্রমে এম এম মিন্টু, সাগর সরকার, কোষাধ্যক্ষ মোঃ সোহেল রানা, দপ্তর ও প্রচার সম্পাদক ইমাম হোসেন সুমন, সিনিয়র নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য যথাক্রমে এস এম বাহাউদ্দিন। এছাড়াও সদস্য যথাক্রমে তুফান গাইন, জায়েদ আকন প্রমুখ।