দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে থামলো বাংলাদেশ

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের স্কোরবোর্ডে পাহাড়সম রান যোগ করেছে বাংলাদেশ দল। আর এই পাহাড়সম রান যোগ করতে দলের হয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয়। সাকিবের ৯৩ এবং হৃদয়ের ৯২ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ৩৩৮ রান।

শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। আর অভিষক্ত হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৯২ রান।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ব্যক্তিগত ৩ রানেই বিদায় নেন ওপেনার তামিম ইকবাল। এরপর শুরুর সেই চাপ সামলে নেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৪৯ রানের সময় ব্যক্তিগত ২৬ রান করে ফিরে যান লিটন।

এরপর দলেকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন সাকিব আল হাসান সঙ্গে থাকেন শান্ত। তবে বেশিদূর এই জুটি এগোতে পারেনি। দলীয় ৮১ রানে শান্ত সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৫ রান করে। তখনও অপরপ্রান্তে অবিচল ব্যাট হাতে সাকিব। এরপর ক্রিজে আসেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। সাকিবকে নিয়ে গড়েন বড় জুটি। এদিনই সাকিব ওয়ানডেতে নিজের ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

অন্যপ্রান্তে অভিষিক্ত হৃদয়ও দারুণ খেলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক। যদিও দুজনের সামনেই সেঞ্চুরির সুযোগ থাকলেও কেউই পারেননি ম্যাজিক ফিগারে পৌঁছাতে। ৯৩ রানের মাথায় বিদায় নেন সাকিব। এই অলরাউন্ডারের বিদায়ের পরই মারমুখি হতে থাকেন হৃদয়।

যদিও মুশফিুকর রহিম খেলেন টর্নেডো এক ইনিংস। আইরিশ বোলারদের করেন একের পর এক সীমানাছাড়া। শেষ পর্যন্ত অর্ধ-শতক তোলার আগেই বিদায় নেন মুশফিক। ২৫ বলে ৪১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগারদের অভিজ্ঞ এই ব্যাটার।

তখনও ব্যাট হাতে লড়ছিলেন হৃদয়। তবে অভিষেকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তা পাওয়া হল না। নেহাত কপাল খারাপ! শেষপর্যন্ত ৯২ রানে বোল্ড হয়েই থেমে যায় হৃদয়ের ইনিংস, দলের রান তখন ২৯৭। এরপর দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন ইয়াসির আলি রাব্বি। যদিও অন্যপ্রান্তে তাসিকন আহমেদ ফিরে যান ১১ রান।

এরপর রান আউটে কাটা পড়ে রাব্বি ফেরেন ১৭ রান করে। নাসুম আহমেদ থাকেন ১১ রানে অপরাজিত। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তামিম ইকবালের দল সংগ্রহ করে ৩৩৮ রান। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেন গ্রাহাম হিউম।

সংশ্লিষ্ঠ আরও খবর