দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাটে বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের মুসল্লীদের আধিক্যের কারণে ষাটগম্বুজ মসজিদে এবারও তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এবার ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সোয়া ৮টায় এবং তৃতীয় অর্থ্যাৎ সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
ষাটগম্বুজ মসজিদে ঈদ জামায়াতের মুসল্লীদের নিরাপত্তা ও করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়েছে বাগেরহাটের জেলা প্রশাসন।
হযরত খানজাহানের (র:) অমর সৃষ্টি ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রথম জামায়াতে ইমামতি করবেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামায়াতে ইমামতি করবেন বাগেরহাট শহরতলীর সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। বাগেরহাটের জেলা প্রশাসন পবিত্র ঈদুল আজহা উদযাপন প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম জানান, প্রায় সাড়ে ৬০০ বছর ধরে ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে। কালের পরিক্রমায় বহু বছর ধরে ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে এবারও দেশি-বিদেশি মুসল্লীদের সুবিধার্থে ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদ জামায়াতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।