খুলনা চিত্র ডেস্ক: নগরীর তেলিগাতী বাইপাসের বিএম কলেজ সংলগ্নে বালুর মাঠে সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাটের উদ্বোধন হয় গতকাল সোমবার আছরবাদ। ১৭ জুন পবিত্র ঈদুল আযহার দিন পর্যন্ত এ কোরবানীর পশুর হাট চলবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। যোগিপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, প্রফেসর ড. নিজাম উদ্দিন, দিঘলিয়া উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন আক্তার হিরা, সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, সরদার আল মাসুদ লিটন, ওয়ার্ড আ’লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির। সাবেক ইউপি সদস্য ও আ’লীগ নেতা হোসেন আলী হাওলাদারের সঞ্চালনায় উদ্বোদন অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, জি এম এনামুল কবির, শেখ আমজাদ হোসেন, শাহ হাফিজুর রহমান, শ্রমিক লীগ নেতা বায়জিদ সরদার প্রমুখ।