সাতক্ষীরা তালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ মে) সকালে তালা স্বাস্থ্য কমপ্লেক্সর হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদারের সভাপতিত্বে সভায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, হাসপাতালের আরএমও ডাঃ আব্দুল্লাহ আল আমিন সোহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, হাসপাতালের ডাঃ শাহরিয়ার আল মেহেদি, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল মতিন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৯ জুন পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।