তালা সদরের করোনা ভাইরাস জনিত কারণে বেকার সেলুন কর্মীদের মাঝে প্যাকেজ খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তালা উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্যাকেজ খাবার বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক প্রমুখ। এ সময় প্রতি প্যাকেজে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান সরবরাহ করা হয়।