আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


তালায় বাক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত

সাতক্ষীরা তালায় প্রতিপক্ষের হামলায় বাক-প্রতিবন্ধী সাব্বির মোড়ল (১৮) আহত হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে উপজেলার বালিয়া গ্রামে ঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে এঘটনাটি ঘটেছে। সাব্বির তালা উপজেলার বালিয়া গ্রামের সামাদ মোড়লের ছেলে। বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাব্বির পিতা সামাদ মোড়ল জানান, তালা উপজেলার বালিয়া গ্রামের মৃত জিয়াউল শেখের ছেলে মধু শেখ (৩৮),একই গ্রামের ছকিল উদ্দীনের ছেলে গোলাম রসুল সানা (৩৫) এবং শ্রীমন্ত্রকাটি গ্রামের মৃত মোজাহার গাইনের ছেলে ইমরান গাইন (৪২) আসামীদের সহিত পূর্ব শত্রুতা রয়েছে। যার ফলে সুযোগ বুঝে পাখিমারা বিলে এড়া খালে মাছ ধরার সময় তার বাক-প্রতিবন্ধী ছেলে সাব্বিরকে বেধড়ক মারপিঠ করেন।

অভিযুক্ত মধু শেখ জানান, সাব্বিরকে কোন মারপিঠ করা হয়নি। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির চেষ্ঠা করছে।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, এঘটনায় প্রতিবন্ধীর পিতা সামাদ মোড়ল বাদি হয়ে তিনজনকে আসামী করে একটি এজাহার জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top