আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


তালায় প্রতিপক্ষের হামলায় যুবক আহত

সাতক্ষীরা তালায় প্রতিতপক্ষের হামলায় মোঃ গাজী সাইদুর রহমান (৩৪) আহত হয়েছে। সোমবার (৩১ মে) সকালে উপজেলা খলিলনগর ইউনিয়নে মাছিয়াড়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন মাছিয়াড়া গ্রামে ওমর গাজী ছেলে সাইদুর রহমান জানান, তাদের প্রতিবেশি রফিকুল গাজীর ছেলে রবিউল গাজী সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার সকালে রবিউল গাজী (২৫) তার মা হাজিরা বেগমগংরা আমাদের বাড়ি প্রবেশের রাস্তায় বাঁশ দিয়ে ঘেরার চেষ্টা করে । এ সময় তাদের কে নিষেধ করলে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় এলাকাবাসী উদ্ধার করে তাকে তালা হাসপাতালে ভর্তি করে।

তবে এ ব্যাপারে রবিউল গাজীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তালা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মনিষা ঢালি জানান, সোমবার সকালে গাজী সাইদুর রহমান আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এব্যাপারে সুনিদ্রিষ্ট কোন লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


Top