সাতক্ষীরার তালা উপজেলার খানপুর গ্রামে দিনদুপুরে অগ্নিকান্ডে দু’টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে নগদ ৩০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তালা উপজেলার খানপুর গ্রামের ফজর সরদারের পুত্র কৃষক মোঃ সামাদ সরদারের বাড়িতে উক্ত ঘটনা ঘটে।
তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, দুপুরে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে উক্ত অগ্নিকান্ডে পার্শ্ববর্তী বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় দারুণ ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষক সামাদ সরদার। তার মাথা গোঁজার কোন ছাই নেই। এ সময় তিনি পরিবারটিকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।