সাতক্ষীরার তালায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় গণেশ ঘোষ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত কৃষ্ণ পদ ঘোষের পুত্র।
শনিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে তালা উপজেলার বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কৃষক গণেশ ঘোষ গরু নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিল। এ সময় বালিয় ব্রিজের কাছে বিপরীত দিক থেকে ইটবাহী একটি ট্রলি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থ্য়া গণেশ ঘোষকে তালা হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।