সাতক্ষীরা তালা উপজেলায় খলিষখালী ইউনিয়নের বাগমার গ্রামে সুমী বেগম (২৬) নামের এক গৃহবধূ করোনা সনাক্ত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৭জুন) তালা উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ডাঃ রাজিব সরদার সকালে এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত গৃহবধু বাগমার গ্রামের আলমগীর সানার স্ত্রী। এক সন্তানের জননী তিনি। জানা যায়, এক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারনে ঢাকা থেকে
পরিবহনে বাড়িতে ফিরে আসেন। অত:পর বৃহস্পতিবার (৪ জুন) তালা উপজেলার স্বাস্থ্য কর্মীরা তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়। রবিবার (৭ জুন) সকালে তার রেজাল্ট পজেটিভ হলে তার বাড়ি পুলিশ গিয়ে লকডাউন করে।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,আক্রান্ত ওই গৃহবধুর বাড়ি সহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। তিনি আরও জানান, তার সকল ধরনের সহায়তায় পুলিশ সবসবময় পাশে আছে। পরিশেষে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
##