তালা উপজলোয় ইসলামকাটি ইউনয়িনে বারাত গ্রামে সেজুতি দাস প্রভা (৫) পিতা সদয় দাস একজন হত দরিদ্র গরীব পরিবারের সন্তুান। দৈনিক উপার্জন না করলে মা-বাবা, স্ত্রী ও সন্তানদের সকলকে অনাহারে-অর্ধহারে দিনাতিপাত করতে হয়।
তদুপরি কন্যা কঠিনভাবে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য বিভিন্ন ব্যাক্তির দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছ। সহায় সম্বল ভিটামাটি ও ফসলী জমি বিক্রয় করে এলাকার সমাজসেবী, মানবদরদী ও বিভিন্ন ব্যক্তিদের পরামর্শ ও আর্থিক সহায়তায় অবশেষে ভারতে ভেল্লেরে সিএমসি হাসপাতালে হেমাটোলজি বিভাগের ডঃ ভিকরম মেথিউস এর অধিনে চিকিৎসা চলছে।
ডাক্তার বলছে তার অপারেশনের জন্য ৮-১০ লক্ষ টাকা খরচ হবে। তাই তিনি তার আদররে সন্তানরে জীবন বাঁচাতে সমাজের বৃত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।
সাহায্য পাঠানোর জন্য-বিকাশ নং-+৮৮০১৭৩৬১২৭১৬৪, সোনালী ব্যাংক লিঃ, তালা শাখা, হিসাব নাম: সদয় দাস, একাউন্ট নং: ২৮২০৯০১০২৩৪৪৮।