সাতক্ষীরার তালায় করোনা আক্রান্ত হয়ে মিঠুন ঘোষ (২৭) নামের এক গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের বিষ্টু পদ ঘোষের পুত্র।
শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও ৬ মায় বয়সী পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মিঠুন ঘোষ স্থানীয়ভাবে পশু চিকিৎসক হিসেবে কাজ করতেন। জ¦র-সর্দি, কাশি ও গলায় ব্যথা নিয়ে ৮/১০ আগে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
##